কোরিয়ান রেড জিনসেং খাওয়ার নিয়ম | জিনসেং এর উপকারিতা ও জিনসেং কোনটা ভালো
কোরিয়ান জিনসেং খাওয়ার সঠিক নিয়ম ও কোরিয়ান রেড জিনসেং খাওয়ার উপকারিতা এবং জিনসেং কোনটা ভালো এ সম্পর্কে জানতে পারবেন এই পোস্টে। অনেকেই জানেনা যে জিনসেং ট্যাবলেট বা ক্যাপসুল কোন রোগের জন্য কি পরিমান ডোজে সেবন করবেন। আপনারা যারা জানেননা তাদের উদ্দেশ্যে করেই এই পোস্ট টি লিখতে বসেছি, আশাকরি আপনরা সঠিক জায়গায়ই এসেছেন। এবং একই সাথে জানতে পারবেন কোরিয়ান রেড জিনসেং খাওয়ার উপকারিতা সম্পর্কে। একটি মজার বিষয় না বললেই নয় অনেকেই মনে করেন যে কোরিয়ান জিনসেং শুধুমাত্র বিবাহিতদের সেবনের জন্য, এটি তাদের খাওয়ার পরে শরীর গরম হয় এবং মিলনের সময় বাড়ে ইত্যাদি। যাহোক আপনি কোরিয়ান জিনসেং খাওয়ার পরে যে রোগ থেকে মুক্তি মিলবে তার সত্যিটা জানতে পারবেন। কোরিয়ান রেড / জিনসেং খাওয়ার উপকারিতা ১। বীর্যের সংখ্যা এবং গুনাগুন বাড়ায় বীর্য কি তা সবাই জানেন সুতরাং নতুন করে আর বলার কিছু নাই। এই বির্যের পরিমান বাড়ায় এবং গুনাগুন বৃদ্ধি করে, পুরুষের বীর্যে শুক্রাণুর পরিমান কম থাকলে সেই পুরুষ বাবা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবং বিবাহিত দম্পতিদের জীবনে সুখময় করতে যেটি সবচেয়ে থাকা জরুরী সেটি হলো বীর্যের পরিমান। ২। ...