কোরিয়ান রেড জিনসেং খাওয়ার নিয়ম | জিনসেং এর উপকারিতা ও জিনসেং কোনটা ভালো
কোরিয়ান জিনসেং খাওয়ার সঠিক নিয়ম ও কোরিয়ান রেড জিনসেং খাওয়ার উপকারিতা এবং জিনসেং কোনটা ভালো এ সম্পর্কে জানতে পারবেন এই পোস্টে। অনেকেই জানেনা যে জিনসেং ট্যাবলেট বা ক্যাপসুল কোন রোগের জন্য কি পরিমান ডোজে সেবন করবেন।
আপনারা যারা জানেননা তাদের উদ্দেশ্যে করেই এই পোস্ট টি লিখতে বসেছি, আশাকরি আপনরা সঠিক জায়গায়ই এসেছেন। এবং একই সাথে জানতে পারবেন কোরিয়ান রেড জিনসেং খাওয়ার উপকারিতা সম্পর্কে। একটি মজার বিষয় না বললেই নয় অনেকেই মনে করেন যে কোরিয়ান জিনসেং শুধুমাত্র বিবাহিতদের সেবনের জন্য, এটি তাদের খাওয়ার পরে শরীর গরম হয় এবং মিলনের সময় বাড়ে ইত্যাদি। যাহোক আপনি কোরিয়ান জিনসেং খাওয়ার পরে যে রোগ থেকে মুক্তি মিলবে তার সত্যিটা জানতে পারবেন।
কোরিয়ান রেড / জিনসেং খাওয়ার উপকারিতা
১। বীর্যের সংখ্যা এবং গুনাগুন বাড়ায়
বীর্য কি তা সবাই জানেন সুতরাং নতুন করে আর বলার কিছু নাই। এই বির্যের পরিমান বাড়ায় এবং গুনাগুন বৃদ্ধি করে, পুরুষের বীর্যে শুক্রাণুর পরিমান কম থাকলে সেই পুরুষ বাবা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবং বিবাহিত দম্পতিদের জীবনে সুখময় করতে যেটি সবচেয়ে থাকা জরুরী সেটি হলো বীর্যের পরিমান।
২। লিঙ্গ উত্থান জাতীয় সমস্যা দূর করে
পুরুষদের সবচেয়ে বড় একটি যৌন রোগ হলো লিঙ্গ উত্থান জাতীয় সমস্যা, এই রোগটি বহুকাল ধরে এখনো পৃথিবীতে রয়েছে। এবং এটি আগেকার তুলনায় অনেক বেশী বৃদ্ধি পেয়েছে। পুরুষের এই রোগটি হওয়ার পেছনে কারন হলো হস্তমৈথুন করা। এক গবেষণায় বিজ্ঞানিরা দেখছেন যেসকল পুরুষেরা হস্তমৈথুনে অভ্যাস্ত ছিলো তাদের লিঙ্গ উত্থান জাতীয় সমস্যা বেশী করে। কোরিয়ান জিনসেং সেবনে খুব সহজেই মুক্তি মিলতে পারে এ রোগ থেকে।
৩। যৌন হরমোন উৎপাদন ক্ষমতা বাড়ায়
কোরিয়ান রেড জিনসেং খাওয়ার আরেকটি বড় উপকারিতা হলো যৌন হরমোন উৎপাদন ক্ষমতা বাড়ায়। একজন বিবাহিত দম্পতির জীবনে কখনোই সুখ আসবেনা যদি তার শরীরে যৌন হরমোনের পরিমান কম থাকে। এবং এই হরমোনের লেভেল কম থাকলে ক্লান্তি বা অবসাদ অনুভব হবে, এই জিনসেং সেবনে আপনার এই রোগ থেকে মুক্তি পেতে পারেন।
কোরিয়ান রেড জিনসেং সেবনে আরো কিছু উপকারিতা রয়েছে যা সম্পর্কে বিস্তারিত লিখলাম না। নিচে সংক্ষেপে দিয়ে দিলাম।
৪। অন্ডকোষকে রাসায়নিক প্রভাব থেকে বাচায়
৫। রক্ত চলাচলে সাহায্য করে
৬। ঋতুরাজের সময় মেয়েদের সাস্থ্যর উন্নতিতে সাহায্য করে
৭। অবসাদ দূর করতে সাহায্য করে
৮। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
৯। স্মৃতিশক্তি তে সাহায্য করে
কোরিয়ান রেড জিনসেং খাওয়ার নিয়ম
রোগের এবং বয়সের উপর নির্ভর করে যে একজন রোগীকে কি পরিমান ডোজে ঔষধ সেবন করতে হবে। যাইহোক আপনাদেরকে কোরিয়ান রেড জিনসেং স্টান্ডার্ড লেভেলের সেবন করার নিয়ম বলে দিই। পূর্ণবয়স্ক একজন রোগী সর্বোচ্চ ১টি করে ২ বেলা সেবন করতে পারে। তবে হ্যা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা উচিত নয় ; ডাক্তার রোগীর শরীরে বিদ্যমন সব রোগ জেনে তারপর কোন ঔষধটি তার শরীরের জন্য ঠিক হবে তা নির্ধারণ করেন।
Comments
Post a Comment